শেরপুরে রেজিঃ নং ১৮৮৬ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শহরের ঢাকলহাটি পিডিবির ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের আহবায়ক মোঃ হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আলমগীর রিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি এবং সদ্য শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক।
এছাড়াও বক্তব্য রাখেন— ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সদর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, বিভাগীয় শ্রমিক দলের সদস্য ও শেরপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা।
সভায় আরো উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, শেরপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামরুজ্জামান ও মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শান্ত, শেরপুর শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ আলমগীর রিংকু সর্বসম্মতিক্রমে ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান ও রেজাউল করিম দুইজন প্রার্থী থাকায় পরবর্তী সিদ্ধান্তক্রমে সভাপতি নির্বাচিত করা হবে বলে জানানো হয়।
সভায় জানানো হয়, কার্যকরী কমিটির পরবর্তী ধাপ ও কর্মপন্থা শিগগিরই ঘোষণা করা হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন