শেরপুরে পাহাড়ি ঢলে দুইজনের মৃত্যু প্লাবনের পর ক্ষতিগ্রস্ত এলাকাবাসী

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতানা আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে বিপর্যস্ত শেরপুরবাসী এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। তবে পানির স্রোতে ভেসে যাওয়া জীবন ও জীবিকার ক্ষতচিহ্ন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।
ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজার ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেই স্রোতে প্রাণ হারান দুইজন। নালিতাবাড়ীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে ডুবে যায় হুমায়ুন (১২) নামে এক কিশোর। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে ঝিনাইগাতীর ডাকাবর এলাকার যুবক ইসমাইল পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে নিখোঁজ হন এবং পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চেল্লাখালি, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। তবে বহু এলাকা এখনো পানিবন্দি।
স্থানীয়দের দাবি, শুধু পানি কমে যাওয়া যথেষ্ট নয়— স্থায়ী সমাধানের জন্য নদীর দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ জরুরি। তাদের ভাষায়, “পানি নামলেও ক্ষতির চিহ্ন ভেসে উঠছে। ঘরবাড়ি ভেসে গেছে, ফসলি জমি তলিয়ে গেছে। আমরা চাই, এমন দুর্ভোগ থেকে মুক্তির জন্য স্থায়ী বাঁধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)