বকশীগঞ্জে মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থান নিয়ে মিথ্যাচার: প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের বিরুদ্ধে মিথ্যাচার ও অনিয়মের অভিযোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) সাধুরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, ওই দুই শিক্ষক দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অসদাচরণে জড়িত। সম্প্রতি তারা সাধুরপাড়া মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থান ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা স্থানীয়দের ধর্মীয় অনুভূতি ও সামাজিক মর্যাদায় আঘাত এনেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষক সমাজ আমাদের আলোকবর্তিকা। কিন্তু এই দুইজন শিক্ষক দায়িত্ব ভুলে গিয়ে এলাকায় বিভেদ সৃষ্টি করেছেন। কবরস্থান ও সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে কটূক্তি করেছেন। আমরা চাই শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”
বক্তৃতা দেন ফেরদৌস মোল্লা, মিজানুর রহমান মিজান, বাবু মোল্লা, আল মোজাহিদ বাবু ও সাব্বির হাসান। মানববন্ধনে এলাকার প্রবীণ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)