বকশিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যের মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে বদিউজ্জামান বদি (৫৫) নামে বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত এক নৌবাহিনী সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দুপুর দেড়টা দিকে উপজেলার টিকরকান্দি গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত বদিউজ্জামান (বদি) ওই এলাকার শমসের বেপারীর ছেলে। সে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বদিউজ্জামান নিজ বাসভবনের বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)