‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে নবারুণ পাবলিক স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে পুলিশ লাইন্স মাঠে তিন দিনব্যাপী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়। এতে কৃতকার্য প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক কার্যক্রম তদারকি করতে শেরপুর জেলার পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরজমিনে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) এস এম রাজু আহমেদ।
এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন ও জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একইদিন সকাল ১০টা থেকে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন