![]() |
লক্ষ্মী রাণী দে |
আজ ৪ সেপ্টেম্বর অবসরে যাচ্ছে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ১নং কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রাণী দে। এ উপলক্ষে ১নং কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা যায়।
উক্ত বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ১নং কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাফিউন নূর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিমু আক্তার, এডহক কমিটির সদস্য মোঃ সাজু মিয়া ও লিপি, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেল, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ১নং কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ।
উল্লেখ্য, লক্ষ্মী রাণী দে বিগত ০৪/০৭/২০১০ ইং তারিখে ১নং কুটামনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। আজ ৪ সেপ্টেম্বর তিনি অবসরে যাচ্ছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন