শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও খাদ্য-বস্ত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই প্রতিপাদ্যে শেরপুরে মহাসম্ভ্রমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় শারদীয় দুর্গোৎসব-১৪৩২ এর।
এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙ-বেরঙের ব্যানার, প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশগ্রহণ করায় শোভাযাত্রাটি হয়ে ওঠে বর্ণিল ও মনোমুগ্ধকর।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে সহ পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং হাজারো ভক্ত-অনুরাগী।
শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার চক্ষুদান সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে পূজার মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে ভক্তদের আরাধনায়। ষষ্ঠীর এই বিশেষ দিনে ভক্তরা বিশ্বাস করেন, দেবী মর্ত্যে আগমন করেছেন অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির জয় নিশ্চিত করতে। শেরপুর শহর ও বিভিন্ন গ্রামে পূজামণ্ডপগুলোতে ভক্ত-অনুরাগীদের ভিড় জমেছে।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কাশফুলের শুভ্রতায় চারদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। আলো-সজ্জায় সেজে উঠেছে প্রতিটি মণ্ডপ। সর্বত্রই ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের বর্ণিল ধারা।
শেরপুরে এবার দুর্গোৎসব শুধু আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ থাকছে না, সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশও ঘটাচ্ছে। দেবীর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে জেলার সর্বত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)