জামালপুরে ১৫২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণের উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১৫২০ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রমের লক্ষ্য হচ্ছে কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করা এবং নিরাপদ সবজি উৎপাদনে সহায়তা করা। বিনামূল্যে বীজ ও সার প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১৫২০ জন কৃষক ও কৃষাণীর মাঝে মৌসুমি সবজির উচ্চফলনশীল জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)