শেরপুর সদর আসনের এমপি মনোনয়ন প্রার্থী মাসুদের পক্ষে জনস্রোতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুর সদর-১ আসনের এমপি মনোনয়ন প্রার্থী জননেতা মোঃ শফিকুল ইসলাম মাসুদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে জনস্রোত সৃষ্টি হয়েছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাজার প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বাজার এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, জেলা বিএনপির সমাবেশেয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রানা, জেলা যুবদলের নেতা মীর কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, শেরপুর জেলা তাঁতি দলের আহ্বায়ক লালন মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)