জামালপুর সদর উপজেলার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব-২০২৫”। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে জুলাই-২০২৪ এর শহীদ, আহত ও যোদ্ধাদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদ, আহত ও যোদ্ধাদের ত্যাগ অনন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ। কৃষি পুনর্বাসন সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি সমাজে আরও সক্রিয় ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হবে। আয়োজনে মোট ৩৮ জন শহীদ পরিবারের সদস্য, আহত ও যোদ্ধার মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর সদর, জামালপুর।
তারুণ্যের উৎসব-২০২৫ : জুলাই-২০২৪ এর শহীদ, আহত ও যোদ্ধাদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
0

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন