“গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী। সম্মেলন পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জামালপুর জেলা জাসাস সভাপতি রেজভী আল জামালী রঞ্জু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন।
এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, থানা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মোঃ হরযত আলী , যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যুবদলের সাধারণ সম্পাদক আজারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈমুল হাসান উজ্জ্বলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন