১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রাণী দে বিদায় অনুষ্ঠানে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রাণী দে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন। এ উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানটি ছিল শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক আবেগঘন মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাফিউন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ সাজু মিয়া ও লিপি, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাশেদুর রহমান রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক শাহানাতুল আরেফীন শিউলী, সহকারী শিক্ষক যথাক্রমে শাম্মী আক্তার, কনিকা খাতুন, পাপিয়া সুলতানা, মাকসুদা আক্তার -শিক্ষার্থীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে লক্ষ্মী রাণী দে’র অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, লক্ষ্মী রাণী দে ২০১০ সালের ৪ জুলাই কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষকরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)