সুলতান আহামেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।। শেরপুর জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং–৪৪৮৯) এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শহরের নিউমার্কেটের তৃতীয় তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৭৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছয়টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। এ সময় আরও চারজন কমিশনার— অ্যাডভোকেট শিপলু চন্দ্র দাস, অ্যাডভোকেট মানস চক্রবর্তী অংকন, অ্যাডভোকেট ফাহিম হাসনাইন —নির্বাচন পরিচালনায় সহায়তা করেন।
সংগঠনের বর্তমান আহ্বায়ক দিদারুজ্জামান সিদ্দিকী দিদার নির্বাচন প্রক্রিয়ার আগ মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক উপস্থিত থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সহযোগিতা করে।
নির্বাচন শেষে অংশগ্রহণকারীরা জানান, গত ৫ আগস্টের পর শেরপুর জেলা শহরে এটি একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সাংগঠনিক নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
এ খবর লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন