জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন মতবিনিময় করেছেন। সোমবার ২সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া ও সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল - হুসনা সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, আশরাফুল হায়দার, আব্দুল লতিফ লায়ন, ফাতিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান, এমদাদুল হক লালন, সাংবাদিক রাকিবুল ইসলাম বিদ্রোহী, মোয়াজ্জেম হোসেন হিলারী, ছালাম মাহমুদ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, রায়হান, মুরাদুজ্জামান মুরাদ, ইলিয়াছ শাহ, সাংবাদিক ইমরান সরকার প্রমুখ। সভায় নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন বকশীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, নদী ভাঙন রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন,লাউচাপড়া বিনোদন কেন্দ্র , ধানুয়া কামালপুর স্থলবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি উপজেলায় ভালো কিছু করতে চাই এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।উল্লেখ্য, ইউএনও শাহ জহুরুল হোসেন এর আগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
বকশীগঞ্জে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
মঙ্গলবার, সেপ্টেম্বর ০২, ২০২৫
0
share

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানজামালপুর
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন