শেরপুরে ইয়াবাসহ নারী আটক, সহযোগী পলাতক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এসময় তার সহযোগী একজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ভীমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে খবর পায়, এক নারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মনোহারী দোকানের সামনে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই নারীর বসতঘরে প্রবেশ করে তাকে আটক করে। এসময় নারী কনস্টেবল শরীফা আক্তার তার শরীর তল্লাশি চালিয়ে সালোয়ারের ডান কোচা থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন এক গ্রাম এবং আনুমানিক মূল্য তিন হাজার টাকা।
আটককৃত নারীর নাম মোছাঃ কাজলী ওরফে হোসনা (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতিদিন পলাতক আসামি মোঃ আঃ আজিজের (৪০) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করতেন।
অভিযানে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ জুমাইতুল ইসলাম জিতু, এসআই (নিরস্ত্র) শুভ্র চন্দ্র দে, পুলিশ সদস্য মোঃ মমিনুল ইসলাম, মোঃ হিরু মিয়া, অভিজিৎ পান্ডে এবং নারী পুলিশ শরীফা আক্তার অংশ নেন।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম খান জানান আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)