শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টার দিকে উপজেলার কর্ণঝোড়া রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিজিবির একটি বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অটোভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫৪ হাজার ভারতীয় জিলেট ব্লেড ভর্তি একটি অটোভ্যান জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত জিলেট ব্লেডের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং অটোভ্যানটির মূল্য প্রায় ২ লাখ টাকা।
নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং একাধিক টহল দল দিন-রাত দায়িত্ব পালন করছে।”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন