সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর সদর উপজেলায় ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক সদর উপজেলার একই ইউনিয়নের মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ বোনের জন্য ওষুধ কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। কিন্তু আর ফেরা হলো না তার।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ করে ধাক্কার শব্দ শুনে দৌড়ে আসেন তারা। কিছুক্ষণ পর নন্দির বাজারের এক দোকানদার রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। ঘটনাস্থলে ভ্যানগাড়ির কাঠের আসবাবপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। তবে গভীর রাতে এ দুর্ঘটনা হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা সন্দেহও তৈরি হয়েছে। তারা বলছেন, “সাধারণত রাতের ওই সময়ে ভ্যানগাড়ির চলাচল কম থাকে, আসলে কীভাবে সংঘর্ষ হলো সেটি রহস্যজনক।”
স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া বলেন, “এমন প্রাণবিয়োগ মেনে নেওয়া খুব কষ্টের। এক মুহূর্তেই একটি পরিবার ছেলের মুখের হাসি হারাল।”
শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির ধাক্কায় আশিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”
নিহতের পরিবার শোকে মুহ্যমান। তারা আশিকের অকাল মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন