জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নতুন করে নির্মিত দুটি দোকানসহ মোট ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।
দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি সেড ঘর মুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
তবে তাদের অভিযোগ, গত দেড় যুগে সরকারি জায়গায় আরও অসংখ্য দোকান স্থাপিত হয়েছে। এলাকাবাসী এসব স্থাপনাও দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন।
বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, সরকারি সেড ঘর সবসময় খোলা থাকবে। বাইরে থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনে এখানে বসে বেচাকেনা করতে পারবেন। তবে সন্ধ্যায় দোকান সরিয়ে নিতে হবে। কেউ স্থায়ীভাবে দোকান নির্মাণ করতে পারবে না।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, সরকারি অর্থায়নে নির্মিত সেড ঘর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন