শহীদ ও আহত সেল শেরপুর জেলা-এর সাবেক মুখ্য সংগঠক মোর্শেদ জিতু আজ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ফ্যাসিস্ট চন্দন কুমার পালের গোপন জামিন ও তার দ্রুত আত্মগোপনের বিষয়ে দেশবাসীকে অবহিত করেছেন।
তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চন্দন কুমার পাল একটি মামলায় জামিন পেয়েছেন। এর পাশাপাশি বাকি ৭টি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তবে এই জামিনের তথ্য সকলের কাছে গোপন রাখা হয়েছে এবং শেরপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মান্নানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিলেন না।
মোর্শেদ জিতু বলেন, “একজন আওয়ামী ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কীভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সব তথ্য গোপন রাখেন, তা আমরা বিশেষভাবে জানাতে চাই। শুধু তাই নয়, সর্বশেষ মামলায় চন্দন কুমার পাল মাত্র ১৮ দিনে জামিন পেয়েছেন, যেখানে আইন অনুযায়ী ন্যূনতম ৩০ দিনের কাষ্টমারি সময় প্রয়োজন।”
প্রেস ব্রিফিংয়ে শহীদ ও আহত সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় প্রধান আননুর মোহাম্মদ আয়াস, শেরপুর জেলা সাবেক আহ্বায়ক মোঃ মামুনুর রহমান মামুন, বৈষম্য বিরতি ছাত্রনেতা অয়ন, নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোর্শেদ জিতু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি দাবি জানান, শেরপুর জেলার মাষ্টারমাইন্ড চন্দন কুমার পালকে দ্রুত গ্রেফতার করা হোক। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে এবং যারা জামিনে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দুই কর্মদিবসের মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন