নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট চরমে, দালালচক্রের দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসক স্বল্পতা ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালে ১৭ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত মাত্র ৪ জন। বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র ২ জন। ল্যাব ও প্যাথলজি বিভাগে কর্মীর সংকট থাকায় পরীক্ষানিরীক্ষা কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। দুপুরের পরে হাসপাতালের ল্যাব, এক্সরে এবং প্যাথলজি কক্ষে তালা ঝুলতে দেখা যায়।
রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকায় বাইরে থেকে কিনতে হয়। জরুরি বিভাগ থেকে টেস্ট লিখে দিলেও সেগুলো করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্র রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিতে প্রলোভন দেখায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসা সেবা অপর্যাপ্ত এবং বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ঝুঁকি নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। বাইরে থেকে টেস্ট ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত খরচও গুণতে হচ্ছে রোগীদের।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, জনবল সংকট থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। মাত্র ৬ জন চিকিৎসক দিয়ে প্রায় চার লাখ মানুষের সেবা দেওয়া কঠিন। তারপরও limited manpower নিয়ে সেবা দিতে চেষ্টা করা হচ্ছে। দুপুরের পরে ল্যাব বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, সময়টা অফিস আওতাধীন নয় বলে টেকনিশিয়ানরা থাকেন না।
স্থানীয় সচেতন মহল অভিযোগ তদন্ত করে দালালচক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, চিকিৎসক সংকট নিরসন এবং ল্যাব সেবা চালু করার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)