শেরপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে অবহেলা: সচেতনতা নয়, ফটোসেশনেই শেষ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে জনসচেতনতা বাড়ানো বা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কোনো উদ্যোগ ছিল না—এমন অভিযোগ উঠেছে জেলা স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে। বরং অফিসকর্মীদের অংশগ্রহণে সামান্য আলোচনা ও ফটোসেশন করেই দিবসটি শেষ করা হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহিন। তবে সভার বেশিরভাগ অংশগ্রহণকারীর মধ্যেই অনাগ্রহ লক্ষ্য করা যায়—অনেকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, এমনকি কয়েকজনকে ঘুমিয়েও পড়তে দেখা যায়। পরে অফিস প্রাঙ্গণে ব্যানার হাতে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ফটোসেশন করে দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
সচেতন মহল অভিযোগ করেন, জনস্বাস্থ্যসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ একটি দিবস পালন করা হয়েছে জনগণকে সম্পৃক্ত না করেই। জনস্বাস্থ্য বিষয়ক কোনো আলোচনা, সচেতনতা বার্তা প্রচার, র‍্যালি, কর্মশালা বা পরামর্শকেন্দ্র স্থাপনের কোনো উদ্যোগ ছিল না।
সুইসাইড প্রিভেনশন অ্যান্ড কাউন্সিল সোসাইটির পরিচালক জিএম রব্বানী বলেন, "মানসিক স্বাস্থ্য এখন একটি নীরব ঘাতক সমস্যা। অথচ জেলা স্বাস্থ্য বিভাগ দিবস পালনে কোনো গুরুত্বই দেয়নি। এ ধরনের প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হলো মানুষকে সচেতন করা, কিন্তু এখানে শুধু আনুষ্ঠানিকতা পালন করেই দায় সারা হয়েছে।"
সম্মিলিত সচেতন নাগরিক উদ্যোগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, "মানসিক স্বাস্থ্য আজকের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ শেরপুরে মানসিক স্বাস্থ্যসেবার চরম অবহেলা রয়েছে। দিবস পালনে সিভিল সার্জন কার্যালয়ের উদাসীন আচরণে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।"
এ বিষয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। 
সচেতনরা বলেন, সরকারের কর্মঘণ্টা ও অর্থ ব্যয়ের এ ধরনের ‘ফটোসেশননির্ভর’ আয়োজন জনস্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যকে ব্যঙ্গ করার শামিল। যথাযথ গুরুত্ব দিয়ে এ ধরনের দিবস পালনের দাবি জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)