জামালপুরের বকশীগঞ্জে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
রোববার (১২ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পাখিমারা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হুমায়ুন মিয়া।
সংবাদ সম্মেলনে হুমায়ুন মিয়া অভিযোগ করে বলেন, একই গ্রামের সবুজ মিয়া ও শফিকুল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার সকালে সবুজ মিয়া দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমাকে মারধর করে আহত করে। আমার চিৎকারে স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করে ঘরে আটকিয়ে রাখে। এরপর ঘরে থাকা নগদ অর্থ ও সোনার গয়না লুট করে নেয়।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে এবং তিনি এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হুমায়ুন মিয়া প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে হুমায়ুন মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন