শেরপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস ২০২৫ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো — সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্থানীয় এনজিওগুলোর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি কালেক্টর ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।পরবর্তীতে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. টি. এম. আমিনুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার বিশিষ্ট সমাজসেবিকা ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব রাজিয়া সামাদ ডালিয়া, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান, অধ্যাপক সুরুজ্জামান, প্রবীণহিতৈষী সংঘের আবুল খায়ের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ হাসিবুর রহমান, শেরপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রশিদা ইয়াসমিন কুসুম এবং সমাজকর্মী নওশাদ আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আরিফুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসিডি শেরপুরের প্রশিক্ষক রফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রশিক্ষক প্রদীপ কুমার দাস।
দিবসটি উপলক্ষে বক্তারা সমাজে প্রবীণ নাগরিকদের মর্যাদা, অধিকার ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানান এবং সমাজসেবা কার্যক্রমকে আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)