শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহামেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুরে আজ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী পালিত হয়েছে। মন্ডপে মন্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের পাঁচ দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষ হয়েছে।
বিহিতপূজার পর প্রতিমা বিসর্জনে ধর্মালম্বীরা মা দুর্গাকে বিদায় জানিয়েছেন। উলুউলু ধ্বনি, ঢাক ও শঙ্খের শব্দে বিদায়ের সুর বাজেছে। শেরপুর পুরহিত কল্যাণ সমিতির সভাপতি বিজয় কৃঞ্চ চক্রবর্তি জানিয়েছেন, “সকল আয়োজন সুন্দরভাবে শেষ হয়েছে। ভক্তকুলের মধ্যে বিরহ থাকলেও পূজায় শান্তি শৃঙ্খলা বজায় ছিল।”
শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার জানান, জেলায় ১৭৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং বিকালে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উদ্দীপনায় ভরা এই পরিবেশে ভক্তরা আগামী বছরের জন্য অপেক্ষায় থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)