বিএনপি নেতা মাহমুদুল হক রুবেলের শেরপুরে অসুস্থ এডভোকেট নূরে আলম হিরাকে দেখতে আগমন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল অসুস্থ এডভোকেট এ এইচ এম নূরে আলম হিরার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শেরপুরে আসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তিনি শেরপুর জেলা শহরের গৃর্দ্দানারায়নপুরে এডভোকেট হিরার নিজ বাসায় যান এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি নূরে আলম হিরার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে শেরপুর জেলা আদালতের বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) খন্দকার মাহবুবুল আলম রকীব এবং শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না অসুস্থ এডভোকেট হিরাকে দেখতে যান।
উল্লেখ্য, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে এডভোকেট এ এইচ এম নূরে আলম হিরাকে ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে তার হার্টে চারটি রিং বসানো হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)