“চক্ষু স্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে জনসাধারণের, চোখের যত্ন—সবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকায় অবস্থিত ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ভিশন সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অপ্টোমেট্রিস্ট মো. মনিরুজ্জামান মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইফ্ফাত আরা প্রিয়া এবং শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহমিনা জলিল।
আলোচনা সভায় বক্তারা চোখের যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষা-নিরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দৃষ্টি রক্ষা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক সচেতনতাও বটে।
অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক শিশু, নারী ও বয়স্ক রোগী অংশগ্রহণ করেন।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান কার্যক্রমও পরিচালনা করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন