শেরপুরে সিভিল সার্জনের সঙ্গে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচয় ও শুভেচ্ছা বিনিময়

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহামেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যরা শেরপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের সিভিল সার্জন কার্যালয়ে এই পরিচয় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সিভিল সার্জন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সরকারি স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে কাজ করছে। সেবার মান ও স্বচ্ছতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে পারলে এই খাত আরও উন্নতি করবে।”
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, শেরপুর জেলার নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. এ. এস. এম. রহুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ত্রিসেন্ট।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ কায়সার আহম্মেদ ফারুক (শেরপুর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার), সহ-সভাপতি মোঃ মাহমুদুল কবির (শেরপুর ডক্টরস হাসপাতাল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ যোবায়ের রহমান বিপ্লব (আকন্দ হরমোন ল্যাব), সহ-সাধারণ সম্পাদক বকতিয়ার হোসেন লিমন (শেরপুর এভার কেয়ার হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কবির মুরাদ (সরকার ডায়াগনস্টিক সেন্টার), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল ইসলাম (শেরপুর ইউনাইটেড প্রা. হাসপাতাল), অর্থ সম্পাদক রজুয়ান আহম্মেদ টিটু (আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (মা জেনারেল হাসপাতাল), প্রচার সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু (সিমান্ত হাসপাতাল লিমিটেড), আপ্যায়ন সম্পাদক শাহরিয়ার আলম (জিনিয়া জেনারেল প্রা. হাসপাতাল) প্রমুখ।
এছাড়াও সদস্য পদে রয়েছেন সাদুজ্জামান সাদি (আবেদিন হাসপাতাল), মোঃ জাহাঙ্গীর আলম খান এটম (নিউ নিরাময় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার), মোঃ জাহাঙ্গীর আলম (ইউনিক প্যাথলজি), মোঃ গোলাম ফারুক (কের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার), মোঃ কাজল মিয়া (আল-মদিনা জেনারেল প্রা. হাসপাতাল), মোঃ ইসমাইল হোসেন (সুপার প্যাথলজিক্যাল ল্যাব), এ. এন. এম. নাইম ইমন (প্রযুক্তি ডায়াগনস্টিক সেন্টার), মোঃ মনিরুজ্জামান মনির (সাফা জেনারেল প্রা. হাসপাতাল) এবং আবু বকর সিদ্দিক স্বাধীন (ফ্যামিলি নার্সিং হোম)।
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, সেবার মান বৃদ্ধি এবং জনগণের আস্থাভাজন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)