শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই পিতার তৃতীয় স্ত্রীর সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফারুক তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঘটনার দিন সকালেও একই বিষয় নিয়ে দাম্পত্য কলহের এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে থাকা বড় ভাই একাব্বরের ওপর ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযুক্ত ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনার সঙ্গে পরকীয়ার কোনো বিষয় নেই। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খল হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।”
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা জানান, হাসপাতালে আনার সময় একাব্বরের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণ ছিল।
এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি সম্পূর্ণ পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন