অদ্য সোমবার (২৮ অক্টোবর ২০২৫) শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ ও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, শেরপুর ও পরিবেশ অধিদপ্তর, শেরপুর এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম এবং পরিদর্শক সুশীল কুমার দাস।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, প্রেস ক্লাব শেরপুরের সভাপতি কাকন রেজা, বিএনপি শেরপুর জেলা আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর শাখার আহ্বায়ক মোঃ মামুনুর রহমান, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আরিফ হোসেনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল ইটভাটা মালিকগণ।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকরা জানান, শেরপুর জেলায় বর্তমানে কোনো ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির অবৈধ ইটভাটা নেই। তারা উল্লেখ করেন, পরিবেশবান্ধব জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটায় দূষণ তুলনামূলকভাবে কম হয়, তাই জিগজ্যাগ পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় প্রশাসনের সহযোগিতা চান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, "বিদ্যমান আইন ও হাইকোর্টের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিবেশ সংরক্ষণে সবাইকে আইন মেনে চলতে হবে।" তিনি আরও সতর্ক করেন যে, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
সভায় পরিবেশ রক্ষায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং ইটভাটা শিল্পকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন