জামালপুরে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেন। শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। র্যালিতে ছিল ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখর পরিবেশ। শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ।
জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান বলেন, “যুবদল শুধু একটি সংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণার নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগও গ্রহণের ঘোষণা দেওয়া হয়।।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন