শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন — পৃথক কর্মসূচিতে উৎসব মুখর শহর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) বিকালে জেলা যুবদল দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। র‌্যালি, আলোচনা সভা, পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, থানা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দিবসটি উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও যুবদলের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিকেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার এর সভাপতিত্বে শহরের বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, কাজল মিয়া, হারুনুর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মফিজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, আব্দুল হাকিম, মাহাবুবুল আলম মাহা, দুলু সরকার, সাবেক শহর যুবদলের আহ্বায়ক রাসেল শিকদার, কোষাধ্যক্ষ ফখরুল আলম সুজন, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম আনেয়ার, আল আমিন প্রজা, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম খান ইমন, সহ-দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং জেলা সদস্য মাহাবুবুল মন্টি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “যুবদল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনা। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে আজ স্বৈরাচার ও গণবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সংকটময় মুহূর্তে যুবদলই পারে জনআন্দোলনে নেতৃত্ব দিতে।”
এদিকে পৃথক আয়োজনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে শহরের থানামোড় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সানি, জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম গোল্ডেন, সদর থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ ও সদস্য সচিব আওয়াল সরকার, শহর যুবদলের আহ্বায়ক জাইদুল ইসলাম এবং সদস্য সচিব আবু আশরার রনি প্রমুখ।জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।
সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে।”
দিনব্যাপী অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন। আয়োজনে ছিল শেরপুর জেলা যুবদল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)