বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসি পাড়া গ্রামে বাল্যবিবাহ পণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খবর পেয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন ওই গ্রামে গিয়ে বিয়ে বাড়িতে হাজির হন এবং চলমান বাল্যবিবাহটি বন্ধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, খাসিরপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। জাতীয় জরুরি সেবা 1098 এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের বিয়ে হলে কন্যাশিশুর জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। তাই যেকোনো অবস্থায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)