শেরপুর সদর উপজেলার কাজিরচর এলাকায় নিরীহ হামিদুল হকের পরিবারের ওপর হামলা, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শেরপুর শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হামিদুল হক (৫৩)। তিনি অভিযোগ করেন, বিবাদী মোঃ খোরশেদ আলী বিশু, মোঃ মখছেদ আলী, মোঃ মহির উদ্দিন, মোঃ আলতাব পানী, মোঃ আতিক মিয়া, মোঃ আরিফ মিয়া, মোঃ শরাফত আলী, মোঃ মুক্তাজ আলী, মোঃ মিজান, মোঃ আহসান উল্লাহ ও মোছাঃ হাসনা বেগমসহ একদল প্রভাবশালী ব্যক্তি তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধে লিপ্ত রয়েছে।
তিনি জানান, গত ১১ অক্টোবর বিকেল ৫টার দিকে উক্ত বিবাদীরা লাঠি-সোঠা নিয়ে কুসুমহাটি বাজারে তার মার্কেটের সামনে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা হামলার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা মারধরে ব্যর্থ হয়ে প্রকাশ্যে হুমকি দেয়— “সময় সুযোগে তোদের খুন করে লাশ গুম করে ফেলব।”
এই ঘটনায় হামিদুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭০৩, তারিখ: ১২/১০/২০২৫, ট্র্যাকিং নং: RTXSMO) করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। রাস্তায় বের হতেও ভয় পাচ্ছি। বিবাদীরা যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বাক্ষীরা— মোঃ জিয়ত আলী, মোঃ আব্দুল খালেক, মোঃ নিয়াকত আলী, মোঃ ময়না মিয়া ও মোঃ মজনু মিয়া। তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিরীহ হামিদুল হক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন