সদ্য প্রকাশিত আলিম ও সমমান পরীক্ষার ফলাফলে জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ও স্ব-নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শরিফপুর আলিম মাদ্রাসার ইর্ষনীয় ফলাফলে মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী আনন্দে উদ্বেলিত। এবার এ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৩ জনের মধ্যে ২১ জন উল্লেখযোগ্য ভাবে উত্তীর্ণ হয়ে অতীতের সন্তোষজনক ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে নিজেরা আলোকিত হয়ে প্রতিষ্ঠানের মূখ উজ্জল করেছে। এবার যখন সমগ্র মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৫.৬১% তখন এ মেধাবী প্রতিষ্ঠানের অত্যন্ত অভিজ্ঞ শিক্ষার্থীরা তাদের মেধার বহি:প্রকাশ ঘটিয়ে ৯১.৩০% ফলাফল অর্জন করে সকলের মাঝে হৈচৈ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুর রশিদ এ প্রতিনিধিকে জানান, অত্যন্ত অভিজ্ঞ অধ্যক্ষ ও বিষয়ভিত্তিক সকল শিক্ষকমণ্ডলীর দিক নির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলন এ সুনাম অর্জনের চাবিকাঠি হিসেবে সহায়ক হয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক বলেন, প্রতিষ্ঠানের সভাপতি ও অন্যান্য সদস্যের তদারকি, সকল শিক্ষকমণ্ডলীর প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এ সাফল্য অর্জনের সুপান হিসেবে কাজ করেছে।
শরিফপুর আলিম মাদ্রাসার ইর্ষনীয় ফলাফলে মাদ্রাসা সংশ্লিষ্ট সকলেই আনন্দে উদ্বেলিত
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
0


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন