শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : র‍্যালি, আলোচনা সভা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি"—এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। শেরপুর জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক ইন্সপেক্টর মাইদুল নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রাজা, শেরপুর জেলা জমায়েতে ইসলামী’র আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান, শেরপুর জেলা বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান হামিদ, দূরপাল্লা সঞ্চয় সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মামুন এবং বিআরটিএ কর্মকর্তাবৃন্দ।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতি বজায় রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং লাইসেন্সধারী প্রশিক্ষিত চালক নিয়োগ অত্যন্ত জরুরি। তাঁরা সড়ক ব্যবহারে চালক, যাত্রী ও পথচারীদের সমানভাবে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভার শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।দিবসটি আয়োজন করে জেলা প্রশাসন, শেরপুর ও বিআরটিএ শেরপুর সার্কেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)