বকশীগঞ্জে বটতলা থেকে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার কাজ পুনরায় শুরু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
বকশীগঞ্জ পৌর এলাকার বটতলা থেকে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, যা কয়েকদিন আগে বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেটি পুনরায় শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন রাস্তা পরিদর্শন শেষে কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন।নতুন করে মানসম্মত খোয়া আনায়নের মাধ্যমে কাজ শুরু করা হচ্ছে। ইতোমধ্যে নতুন খোয়া মাঠে আনা হয়েছে। যেসব স্থানে পূর্বে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করে নতুন খোয়া স্থাপন করা হবে বলে জানা গেছে।এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীরা ইটের খোয়ার গুণগত মান যাচাই করে ক্লিয়ারেন্স দেওয়ার পর কাজ শুরুর অনুমতি প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জানান শাহ জহুরুল হোসেন বলেন ইতোমধ্যে যে সকল অংশে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছিল, সেগুলো অপসারণ করে নতুন খোয়া স্থাপন করা হবে।তিনি আরও বলেন,রাস্তার কাজের মান যেন কোনভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি আমরা কঠোরভাবে নজরদারি করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)