শেরপুরে বিভিন্ন দাবিদাওয়া ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নার্স ও মিডওয়াইফারি সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের সামনে নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা অপরিসীম। কিন্তু ৪৮ বছরের ঐতিহ্যবাহী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা চলছে—যা নার্সদের স্বকীয়তা, উন্নয়ন ও পেশাগত অগ্রগতির পথে বড় বাধা সৃষ্টি করবে।
সিনিয়র নার্স ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শরিফা আক্তার বলেন, “আমরা সারাদেশে মানববন্ধন করছি এ অপচেষ্টার প্রতিবাদে। নার্সিং প্রশাসনকে বিলুপ্ত না করে বরং আরও শক্তিশালী করতে হবে।”
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর গুলসানারা খাতুন বলেন, “১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নার্সিং সেবা পরিদপ্তর অতিক্রম করেছে দীর্ঘ ৪৮ বছরের ইতিহাস ও ঐতিহ্য। এখন এটিকে ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেওয়ার খবর নার্সিং পেশার প্রতি অবমূল্যায়ন। এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত এবং নার্সদের মনোবল ভেঙে দেবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এডিপিএইচএন শাহিনুর ইসলাম, নার্সিং সুপারভাইজার রশিদা আক্তার ও ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিন।
মানববন্ধনে শতাধিক নার্স ও মিডওয়াইফারি সদস্য অংশগ্রহণ করেন এবং তারা নার্সিং অধিদপ্তরের স্বকীয়তা ও স্বাধীনতা বজায় রাখার দাবিতে স্লোগান দেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন