শেরপুর জেলায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের পরিদর্শন

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো. মোখতার আহমেদ শেরপুর জেলা সফর করেছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও সেবার মান সম্পর্কে অবহিত হন।
বিভাগীয় কমিশনার প্রথমে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি জনগণকে প্রদত্ত সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসব স্থানে তিনি দাপ্তরিক সেবার মানোন্নয়ন, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সার্বিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)