জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাদেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম, সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ, সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম ও শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক মো. সাকিব সরকার, সহ-দপ্তর সম্পাদক মো. জুবায়ের আহমেদ দিপু, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল রাফি প্রমুখ।
এছাড়াও কলেজ ছাত্রদলের সদস্য জীবন হাসান, নিশাত, আরাফাত ও ইব্রাহিম সরকারসহ বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বক্তারা জুবায়ের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)