বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে সাপের কামড়ে হামিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকার চর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হামিদুর রহমান ওই গ্রামের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদুর রহমান নিজ বাড়িতে ধানের আঁটি সরানোর সময় লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সাপের কামড় খাওয়ার পরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)