বকশীগঞ্জে ঘরের দরজায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে মামুন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছয় মাসের দাম্পত্য জীবনের পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মো. ফেরদৌস আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে পরিবারের সবাই ঘরের বাইরে থাকাকালে মামুন নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, ঘরের দরজার ধরনায় ওড়না পেঁচানো অবস্থায় মামুন ঝুলছেন।পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। কশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মামুন আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)