১২ অক্টোবর শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় সরকার উপপরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাইদুল ইসলাম, জেলা আদালতের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুব আলম রকিব, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহবায়ক সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন রাজি এবং এনসিপি শেরপুর জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠান, পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন দপ্তরের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সবাই জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন