রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় জনগোষ্ঠীর জন্য বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং ইফাদ ও রাইমস এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার সাহা।এছাড়াও কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আসিক মাহমুদ অনিক।কর্মশালায় বক্তারা বলেন, বন্যার পূর্বাভাস, ঝুঁকি নিরূপণ এবং স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জনগণের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।প্রভাতী প্রকল্প–ডিজিএম কম্পোনেন্টের আওতায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন