শেরপুরে লালন তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুরে মহাকালের মহান মানবতাবাদী বাউল সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, “ফকির লালন শাহ তাঁর গান ও সাধনার মধ্য দিয়ে মানবতার জয়গান গেয়েছেন। ভণ্ডামি, কুসংস্কার ও ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানবধর্ম প্রতিষ্ঠার যে পথ তিনি দেখিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।” তিনি লালনের জীবনাদর্শ, ভাবদর্শন এবং দর্শনচিন্তার ওপর আলোকপাত করেন ও নতুন প্রজন্মকে লালনের ভাবগীতির সত্যিকারের মান উপলব্ধির আহ্বান জানান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক ও নাগরিকসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাউল সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল শিল্পীরা লালনের কালজয়ী বিভিন্ন ভাবগীতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।এ আয়োজনের মাধ্যমে লালন শাহের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িকতা ও সত্য-সাধনার পথচলা নতুন করে স্মরণ করা হয় বলে আয়োজকরা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)