জামালপুরে আমন ধানে কারেন্ট পোকার ভয়াবহ আক্রমণ, দিশেহারা কৃষকরা

মোঃ সাইদুর রহমান সাদী
0

মোঃ কবির খান ।।
জামালপুর জেলার বিভিন্ন অঞ্চলে বর্তমানে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকা বা বাদামী গাছ ফড়িংয়ের ভয়াবহ আক্রমণ দেখা দিয়েছে। এতে কৃষক সমাজে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কৃষকরা জানান, এই পোকা খুব দ্রুত ধানক্ষেতে ছড়িয়ে পড়ে এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় এক বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে অপরিপক্ক অবস্থাতেই ধান কেটে ফেলছেন, যাতে অন্তত কিছুটা ফসল ঘরে তোলা যায়। হঠাৎ এ আক্রমণে প্রান্তিক কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। পাকা ধান ঘরে তোলার আগেই ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় তারা এখন চরম দুশ্চিন্তায় আছেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তিনি সরজমিনে জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকায় ধানক্ষেত পরিদর্শন করেছেন। তিনি কৃষকদের সঙ্গে কথা বলে কারেন্ট পোকা দমনের উপযোগী কীটনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, “এই পোকা দমনে কৃষকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় কর্মশালা ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি সহায়তা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এ পোকা আরও ছড়িয়ে পড়ার আগেই দমন করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)