শেরপুর সদর ও শহর শ্রমিক দলের উদ্যোগে অসুস্থ ও মৃত শ্রমিক নেতাদের রোগ মুক্তি ও শান্তি কামনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রয়াত নেতা-কর্মীদের রুহের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে রঘুনাথবাজারে শহর শ্রমিক দল ও সদর থানা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়নের সভাপতিত্বে সংক্ষিপ্ত স্মরণ সবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হোসেন আলী। প্রধান বক্তা ছিলেন সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, নকলা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লাকি, শ্রমিক নেতা আকরাম হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ জামিল হোসেন, পিডিবি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর রিঙ্কু, সদর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেলসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক দল নেতা-কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম বাদশা।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ময়মনসিংহ জেল শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মানিক, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. সিরাজুল ইসলামসহ সকল মৃত নেতা-কর্মীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান নয়ন বলেন আমরা বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আমরা তেমনি ঐক্যবদ্ধ আছি আমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। সে জন্য আমরা শহর থানার সভাপতি সেক্রেটারি জেলা শ্রমিক দলের সভাপতি শওকত ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শেরপুর জেলার সকল অসুস্থ নেতাকর্মীদের রোগ মুক্তি ও মৃত্যুবরণকারী নেতাদের আত্মার মাগফেরাত কামনা ও শান্তি কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)