জামালপুরের বিশিষ্ট দানবীর ও সফল উদ্যোক্তা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকের ছায়া

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোহাম্মদ আলী
দিগপাইত প্রতিনিধি \
জামালপুর সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়নের প্রখ্যাত ব্যবসায়ী, দানবীর ও দক্ষিণ জামালপুরের গর্বিত সন্তান মোহাম্মদ আলী আর নেই। ৭ অক্টোবর মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মোহাম্মদ আলী ছিলেন “ন্যাশনাল অটো রাইস মিল”-এর প্রতিষ্ঠাতা এবং মালিক। তার প্রতিষ্ঠানে শত শত শ্রমিক কর্মরত ছিলেন, যারা তাকে একজন সাদা মনের মানুষ ও অভিভাবক হিসেবে ভালোবাসতেন। শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি ছিলেন একজন নিঃস্বার্থ সমাজসেবক ও মানবপ্রেমিক। স্থানীয়রা জানান, তিনি ছিলেন জাকের কুলের শিরোমণি যিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন নীরবে নিভৃতে। তার দানশীলতা ছিল চোখে পড়ার মতো। তিনি এলাকার বহু মসজিদ নির্মাণ ও সংস্কারে অর্থ সহায়তা করেছেন, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। গৃহহীনদের বাড়ি নির্মাণ, গরিব মেয়েদের বিয়েতে নগদ অর্থ প্রদান, এবং ঈদের সময় নিজ খামারের গরু কোরবানি করে দরিদ্রদের মাঝে মাংস বিতরণ এসব ছিল তার নিয়মিত কর্ম। তার মৃত্যুতে পুরো দিগপাইত ইউনিয়ন ও দক্ষিণ জামালপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই হারিয়েছে এক অভিভাবকতুল্য মানুষকে, যিনি শুধু অর্থ দিয়ে নয়, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে জয় করেছিলেন মানুষের হৃদয়। স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, সুধীজন ও মিল মালিক সমিতিসহ বহু ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)