২৩ অক্টোবর ২০২৫, বুধবার বিকালে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বৈষ্ণবেরচর এলাকায় মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা। তিনি স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনের রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
ফরিদা হক দীপা বলেন—“আগামী জাতীয় নির্বাচনে নারীরা হবে পরিবর্তনের শক্তি। বিএনপি শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আমার স্বামী মাহমুদুল হক রুবেল সব সময় নারীদের পাশে ছিলেন, আমিও নারীর অধিকার ও মর্যাদার প্রশ্নে অগ্রণী ভূমিকা রাখতে চাই। আমরা মাঠে আছি, আপনাদের নিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়বো।”
তিনি আরো বলেন, “নারীরা চাইলে যেকোনো পরিবর্তন সম্ভব। তাই এবার আর ঘরে বসে নয়—নারীরা এখন রাজনীতিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থাকবে।”উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ, খড়িয়া কাজিরচর ইউনিয়ন মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দ। বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নারীদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে স্থানীয় নারীরা দলে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং উন্নত জীবনের প্রত্যয়ে পরিবর্তনের ডাক সমর্থন করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন