ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাটের আউলাদের মোড় এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাপানি ও বরুঙ্গা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাকারবারীরা অভিনব কৌশলে যানবাহনে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এ সময় ১টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড এবং ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন