শেরপুরে প্রসূতির মৃত্যুতে এভার কেয়ার হাসপাতালে ভাঙচুর, জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বেসরকারি এভার কেয়ার প্রাইভেট হাসপাতাল ভাঙচুর করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের নারায়নপুর সদর হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম মোছাঃ মাহিয়া রশিদ আশা (২৪)। তিনি সদর উপজেলার কান্দা শেরীচর গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চিকিৎসক ডা. মোঃ লুৎফুর রহমানের তত্ত্বাবধানে আশার দ্বিতীয় সিজারিয়ান অপারেশন করা হয়। সিজার অপারেশনে একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তবে অপারেশনের কিছুক্ষণের মধ্যেই আশার অবস্থা অবনতি হতে থাকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
রোগীর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ভিড় করে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধরা হাসপাতালের মূল ফটক, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেয়।
নিহত আশার দেবর সাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন— ডাক্তারদের অবহেলার কারণেই আমার ভাবীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসি চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবো না।”
স্বজনদের অভিযোগ, সিজারের আগে ইসিজি ও প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ছাড়াই অপারেশন করা হয়। অপারেশনের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় হাসপাতালটি পুলিশ পাহারায় রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
এসআই এনামুল হক জানান—ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই দায়িত্ব নিতে সামনে আসেনি। সাংবাদিকরা চেষ্টা করেও হাসপাতালের কোনো কর্মকর্তা বা চিকিৎসকের বক্তব্য পায়নি। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম ঘটনাস্থলে  যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 
রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী সুরতহাল ছাড়াই মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে। তবে নবজাতক কন্যাশিশুটি সুস্থ রয়েছে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)